বাংলার খবর২৪.কম, রংপুর : হত্যা, ডাকাতিসহ ২০ মামলার পলাতক আসামী রংপুরের শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে ঘাবরী পলাশ (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে নগরীর তেলির ভিটা বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানায়, এসআই হারেস শিকদার ও হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে। ৩ টি হত্যা, ৫ টি ডাকাতি ও অস্ত্র মামলাসহ পলাশের বিরুদ্ধে কোতয়ালী থানায় ২০ টি মামলা রয়েছে। পুলিশের চোক ফাঁকি দিয়ে সে দীর্ঘ দিন গাঢাকা দিয়ে ছিল।
ট্রাক চাপায় চালকের মৃত্যু
রংপুরে ট্রাকের চাপায় একরামুল হক (৩২) নামে চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, দুপুরে সাতমাথা ট্রাক টার্মিনাল এলাকায় মাল বোঝাই একটি ট্রাক ঘুরানোর সময় দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের চালক একরামুল হককে চাপা দেয়। আশংঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
রংপুরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার দাবিতে সমাবেশ
বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, আমন ধানের চারাসহ সকল কৃষি উপকরণ ও ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব চত্ত্বরে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান সামগ্রীসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার আহবান জানান।