মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জে ১৬৩ জন শিক্ষার্থীকে “প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ (জুনিয়র) বৃত্তি”প্রদান করা হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মিলনায়তনে অনুষ্ঠীত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহফুজা খানম।
এসময় অন্যান্যের মধ্যে সরকারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল, জেলা আ‘লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, শিক্ষা বার্তার সম্পাদক এ এন রাশিদা, শিক্ষাবিদ অমল রায়, বৃত্তি পরিচালনা পরিষদের সদস্য সচিব কাশীনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে ট্যালেন্টপুল, সাধারন ও বিশেষ বিভাগে বৃত্তি ও সনদপত্র তুলে দেয়া হয়। এবছর জেলার ১০২ টি বিদ্যালয়ের মোট ৪৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। গত ২০০৩ সাল থেকে এই বৃত্তি চালু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান