মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামের রুমানা আক্তার (১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের চেষ্টাকালে বর ও কনের অভিভাবককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম উভয় পরিবারের ৩ জনকে ১ হাজার টাকা করে এই অর্থদন্ডাদেশ দেন।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নসিড়ি গ্রামের তসের আলী শিকদারের ছেলে আমজাদ শিকদার (৩০) ও তার চাচাতো ভাই চান্নু শিকদার (৪৫) এবং রুমানার বাবা মো. আনোয়ার হোসেন (৪৫)।
পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানায়, রুমানা মানিকগঞ্জ সদর উপজেলার কুমিল্লী বাচ্চু মিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিকভাবে রুমানার সঙ্গে আমজাদের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে রুমানার বাবার বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়। সন্ধ্যার পরে কনেকে নিতে বর পক্ষ লোকজন নিয়ে এসে আনুষ্ঠানিকতা করতে থাকেন। এ সময় খবর পেয়ে রাত আটাটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ বিয়ে বাড়িতে আসেন। কনের বয়স অপ্রাপ্ত প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে উভয় পরিবারকে জরিমানা করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম জানান, বরের বাবা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার অভিভাবক চাচাতো ভাইকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পেয়েছেন উভয়ের অভিভাবক। অভিভাবকরা অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিবেন না ও করাবেন না বলে মুচলেকাও দিয়েছেন ।