নেত্রকোনা : নেত্রকোনা – ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোনা সদর উপজেলার বাগড়া বাজারে শাহজালাল পরিবহনের যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে বাসের হোলপার টিটু মিয়া (৩৪) নামে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনায় আহতদের নেত্রকোণা জেলা দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদের মধ্যে গুরুতর আহত চল্লিশা এলাকার হজ যাত্রী আবুল মিয়া(৫৫), হাবলু মিয়া (৫০), ইউনুস (৪৫), নয়ন মিয়া (৪৫), শুক্কুর আলী (২২)সহ প্রায় ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, শাহজাহালাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাগড়া বাজারের দোকানে ঢুকে পড়ে। এসময় বাসটি উল্টে পাঁচটি দোকান ভেঙ্গে ফেলে। দোকানগুলোতে থাকা অন্তত ১৫ জন আহত হন। বাসটিতে চল্লিশা ইউনিয়নের ১২ জনসহ মোট ৩৩জন হজ যাত্রী ছিলেন। হজ যাত্রীদের সন্ধ্যা ৭ টার বিমান ধরতে অন্য একটি বাসে করে ঢাকায় পাঠানো হয়েছে।