বাংলার খবর২৪.কম: এবার জাতীয় সংসদেও ঘুমালেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। রোববার অধিবেশন চালাকালে প্রশ্নোত্তরের সময় অধিবেশন কক্ষে ঘুমিয়ে পড়েন মন্ত্রী। মনে হয় নিদ্রা দেবীর আছর কোন ভাবেই কাটিয়ে উঠতে পারছেন না সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়। প্রশ্নের উত্তর দিতে স্পিকার মন্ত্রীর নাম আহ্বান করলে দেখা যায় তিনি মাথা নিচু করে ঘুমাচ্ছেন। পাশে থাকা ভুমি মন্ত্রী কয়েকবার ডাক দিলেও তাতে সাড়া মেলেনি। পরে মন্ত্রী মহসীন আলীর হাত ধরে টান দিলে ঘুম ভাঙ্গে তার। পরে প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীকে ভিক্ষুকমুক্তকরণ এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনের লক্ষ্যে ২০১০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তক ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্টির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি নেয়া হয়েছে। সরকারী দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০১১ সালে ঢাকা সিটির ১০টি জোনে জরিপ চালিয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০হাজার জনের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে পাইলটিং পর্যায়ে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯জনকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা পুঁজি হিসেবে মূলধন প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়।
শিরোনাম :
সংসদেও ঘুমালেন সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪
- ১৬০২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ