ডেস্ক : সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে হত্যা করেছে।
সিরিয়ার ইদলিব থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রধানত ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে একসঙ্গে হত্যা করেছে।
আল-কায়েদাসংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্ট এই জোটের সদস্য বলে জানা গেছে।
তাদের হাতে ইদলিবের সবশেষ সরকারি-নিয়ন্ত্রণাধীন ঘাঁটিটির পতনের পর ওই সৈন্যরা ধরা পড়ে। এরপর কয়েকদিন আগে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গুলি করে তাদের 'গণ-মৃত্যুদণ্ড' কার্যকর করা হয়।
একটি সিরীয় মানবাধিকার সংগঠন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
'আর্মি অব কংকোয়েস্ট' নামের এই বিদ্রোহী জোট দু বছর ধরে বিমানঘাঁটিটি অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত তা দখলে নিতে সক্ষম হয়।
এটাই ছিল ইদলিব প্রদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন শেষ ঘাঁটি। এর ফলে ইদলিব প্রদেশের প্রায় পুরো এলাকাই এখন এই বিদ্রোহী-জোটের নিয়ন্ত্রণে চলে গেল।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান