বাংলার খবর২৪.কম: প্রতিমাসে এমপিও ভুক্ত মাদ্রাসায় শিক্ষকদের বেতন বাবদ খরচ হয় ১৬৪ কোটি টাকা। অথচ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোন ছাত্রের চাকরি হয় কি না তার সঠিক তথ্য জানে না শিক্ষা দফতর।
রোববার সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে এমপিও ভুক্ত মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৫৯৮টি। আর এমপিও বিহীন মাদ্রাসার ১ হাজার ৬০৭টি। এমপিও ভুক্ত মাদ্রাসার ছাত্রছাত্রী সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৪৭১ জন।
প্রতিমাসে এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষকদের বেতন বাবদ সর্বমোট ১৬৪ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৩২৩ টাকা ব্যয় হয়।
মন্ত্রী বলেছেন, অধ্যয়ন শেষে মাদ্রাসা শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মজীবন শুরু করেন। চাকরি প্রাপ্তির পর এ বিষয়ে তাকে তার চাকরি প্রদানকারী কর্তৃপক্ষকে কোথাও রিপোর্ট করতে হয় না বা এরকম কোন বাধ্যবাধকতা নেই। যে কারণে, প্রতিবছর কতজন মাদ্রাসা ছাত্র চাকরি পাচ্ছে তার সুনির্দিষ্ট তথ্য বলা সম্ভব নয়।
তবে তিনি বলেছেন, যেহেতু মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করা হয়েছে সে কারণে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা নয় এবং তারাও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে মেধার স্বাক্ষর রাখছেন।