ডেস্ক : কুকুরের আবার বিড়াল দত্তক! কথাটি শুনতেই যেন কেমন লাগে। বিশ্বাসই হতে চায় না। কিন্তু আপনার আমার বিশ্বাস হোক বা না হোক, ঘটনা কিন্তু সত্য। মানুষ ভাষায় সেটা প্রকাশ করতে পারে আর পশু-পাখি তা পারে না।
সম্প্রতি উত্তর তুরস্কে একটি কুকুর দুটি এতিম বিড়ালকে দত্তক নেয় এবং নিজের ছানার মতো করেই তাদের আদর-যত্ন করে। এতে স্থানীয় এক পশু চিকিৎসক বিস্মিত হয়েছেন। তিনি জানান, কিছু দিন আগে কুকুরটি তাদের এলাকায় আসে। তারা কুকুরটির নাম দেন পামুক।
কুকুরটির বাচ্চা মারা যাওয়ার পর একটি মজার ঘটনা ঘটে। সেটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে।
তিনি বলেন, ‘একজন পশু চিকিৎসক হিসেবে এ ধরণের ঘটনা এর আগে আমি দেখিনি।’
ওই চিকিৎসক আরও বলেন, ‘কুকুর সাধারণত অন্য প্রাণীদের, বিশেষ করে বিড়ালদের এভাবে আদর-যত্ন করে না। কিন্তু এক্ষেত্রে আমি ভিন্ন কিছু দেখলাম। কুকুরটি খুব সহজ-সরল। এর আটটি ছানা ছিল, কিন্তু একটি ছাড়া সব মরে যায়। বেঁচে যাওয়া বাচ্চাটিকেও আশপাশের লোকজন তুলে নিয়ে যায়। কুকুরটির একটি পা ভাঙ্গা ছিল এবং আমিই তার যত্ন নিতাম।’
তিনি জানান, নিজের ছানাটিকে লোকজন তুলে নিয়ে যাওয়ার পর কুকুরটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে। আর বিড়াল ছানাদেরও মা ছিল না।
তিনি বলেন, ‘কুকুরটি ঠিকভাবে বিড়াল ছানাদের খাবার খাওয়াচ্ছিল। সত্যিই এটি একটি অদ্ভুদ দৃশ্য। যা মানুষের জন্য বিরাট উদাহরণ বা শিক্ষণীয় হতে পারে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান