বাংলার খবর২৪.কম: দেশে জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার দুপুরে হবিগঞ্জ যাওয়ার পথে মাধবপুরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত পথসভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখন দু’দলকে দেখতে চায় না। জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই।’
জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন ও শান্তি ছিল এমনটা দাবি করে তিনি বলেন, ‘এখন ঘরে ও বাইরে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘আমরা এখন বিরোধী দলে রয়েছি। তবে বিরোধী দলে থেকে সরকারের মন্ত্রী হওয়া ঠিক নয়। সরকারে জাতীয় পার্টির মন্ত্রী থাকবে কি না সময় হলে সিদ্ধান্ত নেব।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলীর মোল্লার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, পৌর সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক কবীর ভুইয়া, যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।