মাগুরা : মাগুরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদউল্লাহ শুক্রবার সন্ধায় মাগুরা শহরে মোবাইল কোট পরিচালনা করে মেয়াদ উত্তীর্ন খাদ্য দোকানে রাখা ও বিক্রর অপরাধে দুজন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন স্থানে ও বিভিন্ন দোকানে তল্লাশি চালায়।
এ সময় শহরের সুইট বেকারি ও আলীস্কো বেকারিতে তিনি মেয়াদ উত্তীর্ন খাদ্য মজুদ ও বিক্রি করা দেখতে পেয়ে দোকনের মালিকদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। দোকনি দুজন তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে রক্ষা পায়।