ঢাকা: মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র্যাবের হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ইউজিসি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ওমর সিরাজসহ তিন জনকে আটক করে র্যাব।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে র্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকর্মীদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ জানান, মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত কোনো কাজে ইউজিসি কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় ইউজিসি’র চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, সকাল ১০টা থেকে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সরকারি ২২টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে তিন হাজার ৭৪৪টি আসন রয়েছে। আর ৬৫টি বেসরকারি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন ছয় হাজার ৩৫৫ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান