বাংলার খবর২৪.কম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা শহরকে যানজট ও দুর্ভোগমুক্ত করতে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ইউএনডিপি আমাদের দেশ কাজ করতে চায় এবং সহায়তা দিতে চায়। মূলত তাদের উদ্দেশ্যে আমাদের যানজটমুক্ত করা। এ ব্যাপারে তারা একটা পরিকল্পনা করেছেন। সরকারের সঙ্গে তারা জনগণকে সচেতনতা সৃষ্টি করতে এ প্রকল্পে সাহায্য করতে চায়। জেলখানা, গুরুত্বপূর্ণ অফিস যানজটের অন্যতম কারণ। নতুন অফিস ঢাকার বাইরে করার চিন্তা ভাবনা চলছে।’
তিনি আরো বলেন, ‘ট্রাফিক জ্যামের কারণে কেউই সময়মতো পৌঁছাতে পারে না। আমি নিজেও রোববার দেড় কিলোমিটার হেঁটেছি। রং সাইড ব্যবহার না করে ফুটপাথ দিয়ে হেঁটে এসেছি শাহবাগে একটি মোটর শোভাযাত্রা উদ্বোধন করতে। লোক দেখানোর জন্য এটা আমি করিনি, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ওই সময় আমার সঙ্গে সাংবাদিকরাও ছিল না।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এখানকার বাসে ইউএনডিপির লোকেরা যাতায়াতও করেছে। তাদের পর্যবেক্ষণ এখানে ছোট ছোট গাড়ির ব্যবহার বেশি। মানসম্মত বাস বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে ইউএনডিপি। লক্কর-ঝক্কর বাস অনেকেই ব্যবহার করতে চায় না। বিআরটিসি ছাড়া আমাদের আর কোনো বাস নেই। তবে এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পরিবহন সংকট নিরসনে ১০০টি এসি মিনিবাস আমদানির প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রী জানান।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান