ঢাকা : ক্ষমতাসীন ১৪ দলীয় জোট রাখার কোন দরকার নেই বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি। ১৪ দলের শরীক এ দলটির পক্ষ থেকে আজ এমন মন্তব্য করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দুপুরে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলন করে এমন বক্তব্য দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে ক্ষমতায় ১৪ দলীয় জোট। তাই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর মতো জনগুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নেয়ার আগে, তা অবশ্যই ১৪ দলীয় জোটে আলোচিত হওয়া উচিত ছিল। কিন্তু আলোচনা হয়নি। তাহলে তো ১৪ দলের জোট রাখার কোন অর্থই দাঁড়ায় না। তাই অবিলম্বে ১৪ দলের বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করা হোক।”
সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্য স্থগিত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানোর দাবিসহ সাতটি দাবি তুলে ধরা হয়। জনগণের সংকট দূর করতে সরকার পদক্ষেপ না নিলে ওয়ার্কার্স পার্টি নতুন কর্মসূচি দেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান