জয়পুরহাট : জয়পুরহাটের সীমান্তের বাংলাদেশের ভেতরে ঢুকে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ সদস্যদের আকস্মিক এলোপাতারি গুলি বর্ষণে একজন নিহত ও ৪জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সায়েম হোসেন (৩৬)। শুক্রবার দুপুরে এ ঘটনাটি সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮নম্বর সাব পিলার সংলগ্ন এলাকার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে।
জানা গেছে, শুক্রবার দুপুরে সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে এলোপাথারি গুলি ছোড়ে। এতে ৫জন বাংলাদেশী গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সায়েম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। নিহত সায়েমের বাবার নাম আব্দুল বারিক। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে তাদের বাড়ি। এ ঘটনায় আহতরা হলেন, আবু জাফর বিদ্যুৎ (২৯), ফারুক (২৬) পরিমল মার্ডি (৩৬) ও র্নিমল মার্ডি (২৯)।
ধলাহার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও বিএসএফের গুলিতে আহতরা জানান,দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে সীমান্ত ঘেঁষা একটি পুকুরে দুই ছেলের মাছ ধরতে যাবার ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় গ্রামবাসীরা প্রতিবাদ করলে প্রায় ৩০/৩৫জন বিএসএফ সদস্য সংঘবদ্ধ হয়ে বাংলাদেশ ভূখন্ডের প্রায় ৪শ’ গজ ভেতরের ওই গ্রামে ঢুকে অতর্কিত এলোপাতারি গুলি ছোঁড়ে। বিএসএফের গুলিতে ওই গ্রামের আদিবাসী দুই সহোদর পরিমল মার্ড্ডি ও র্নিমল মার্ড্ডি সহ ফারু ক, বিদুৎ ও সায়েম গুলিবিদ্ধ হয়।
জয়পুরহাটের ৩বর্ডার গার্ড ব্যাটারিয়ান-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জয়পুরহাট সীমান্তের বাংলাদেশ ভূখন্ডের ভেতরে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্ত রক্ষীÑ বিএসএফের অতর্কিত গুলিবর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামের ৫বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন।