বিনোদন ডেস্ক :নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন নিজের সমস্যার কথা।
" ২০১৪ সালের ১৬ই মে একটি ছেলেকে দেখে আমার ভালো লাগে। সাহস করে তার নাম জেনে নেই। পরদিন পার্কে গিয়ে আবার তাকে পাই। ছেলেটার ফেসবুক আইডি নিই। ধীরে ধীরে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। এক সময়, আমাদের খুব বেশি মোবাইলে কথা হত। আমি সারাদিন কি করি, না করি সবকিছু তাকে বলতাম। আমি তাকে সব কথা শেয়ার করতাম। ভার্সিটি জীবনের প্রথমদিকে আমার একটি ছেল বন্ধু ছিলো যার সাথে আমি ঘুরাঘুরি করতাম, তাকে সে কথাও বলি।
উল্লেখ্য, আমার ছেলে বন্ধু এবং আমার প্রেমিক দুজন একই বিদ্যালয়ের ছাত্র ছিলো মানে দুজন দুজনকে চিনত। যাইহোক, আমি যে তাকে পছন্দ করি সে কথা তাকে বুঝাতে শুরু করি। পরে সে ও বলে আমাকে নাকি তার ভালো লাগে। ১৫দিন কথা বলার সময় সেও এটা বুঝায়। ২০ দিন পর বলে সে আমাকে মিথ্যা বলেছে।
আসলে সে তার মা বাবার স্বপ্ন সত্যি করতে চায়। তার ক্যারিয়ার ভালো করতে চায়। এমন আরো অনেক কিছু। ঐ রাতে আমি উলটা পালটা কিছু করতে চাইলে সে আমাকে বুঝায় আর পরদিন দেখা করতে বলে। যাইহোক আমার পাগলামীর জন্য সম্পর্কটা আগায়। কিন্তু সে আমাকে অবিশ্বাস করে। আমার সাথে রাগারাগি করে। ঐ ছেলে বন্ধুকে নিয়ে সন্দেহ করে। আমি বুঝাই আমার কোন সম্পর্ক ছিলো না। আমার ফেসবুক আইডি চাইলে সেটা আমি দিয়ে দেই। দুই একটা ছেলের সাথে চ্যাট করা নিয়ে রাগারাগি করে।
এক বছর যাবত সে এমন ই করছে। আগে আমি রাগ করতাম না। এখন আমাকে কিছু বললে আমিও রাগ করি। আমরা দুজন তিন মাসের ছোট বড়। ও আমার বাসায় আসে মাঝে মাঝে। আমার মা আমাদের প্রেম সম্পর্কে জানে। আমাদের কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। ও আমাকে অনেক বেশি ভালোবাসে।
কিন্তু ওর রাগ অনেক বেশি। কথায় কথায় দোষ ধরে। আমি অনেক ভালোবাসি। এটা ও বুঝেনা। আমি অনেকবার সরে যেতে চেয়েছি কিন্তু ওর ভালোবাসার জন্য সরে যেতে পারিনি।
আমার মা বলে এই ছেলে কখনোও ঠিক হবেনা। কিছু দিন যাবত আমি ওর সাথে কথা বলিনা। আমি বলেছি আর সম্পর্ক রাখবনা। এত কথা শুনতে আর ভালো লাগেনা। ও আমাকে ওর জীবনে ফিরে যেতে বলেছে কিন্তু একবারও আমাকে ফোন দেয়নি। আমি এখন কি করবো? ওর সাথে থাকলে কি আমি ভালো থাকবো? আমার কে করা উচিত? একেবারে সরে আসবো নাকি আবার যোগাযোগ করবো?"
পরামর্শ:
দেখুন আপু, মা যেহেতু সম্পর্কের ব্যাপারে জানেন আর মা-ই বলছেন যে ছেলেটি কখনো শোধরাবে না, সেক্ষেত্রে সম্পর্ক সামনে নেয়ার কোন মানে নেই। বুঝতেই পারছি মায়ের সাথে আপনার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। তাই মা যেহেতু ছেলেটিকে ভালো করে চেনেন, মায়ের মতামতকে মোটেও অগ্রাহ্য করা উচিত হবে না।
তাছাড়া আমি মনে করি, এভাবে দাম্পত্যে সুখী হওয়া যায় না। এভাবে হয়তো প্রেম চালিয়ে নেয়া সম্ভব, কিন্তু দাম্পত্য অনেক দীর্ঘ একটি ব্যাপার। আর সেই সম্পর্কে সবচাইতে জরুরী হচ্ছে বিশ্বাস। আস্থা ও বিশ্বাস না থাকলে দাম্পত্যে সুখী হওয়া খুব কঠিন। বিশেষ করে মনের মাঝে সন্দেহ নিয়ে। তাছাড়া ইগো সমস্যা আছে, এমন মানুষের সাথে সম্পর্ক রাখা খুবই শক্ত।
যেহেতু সরে যেতেই চাইছেন, সেভাবেই থাকন। জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। যদি মনে করেন যে এই ছেলেটির সাথে আপনি সুখী হতে পারবেন না, তাহলে জোর করে সম্পর্ক ধরে রাখা অর্থহীন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান