ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপিতে অন্তর্কোন্দল চলছে। আছে নেতৃত্বের কোন্দল। বিএনপি এখন ছন্নছাড়া, এটা আল্লাহর রহমত। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করবো।’
তিনি আজ গুলশানের হোটেল ইমানুয়েলসে বিরোধীদলের নেতা রওশন এরশাদের আমন্ত্রণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘ঈদের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টিকে সংগঠিত করবো। আমাদের টার্গেট ১৫১। প্রথমে ঢাকার আশেপাশের জেলা। তারপর সারাদেশে আমরা পার্টিকে সংগঠিত করবো।’
এরশাদ বলেন, ‘দেশে এখন সুবিচার নেই। দেশের বিচার ব্যবস্থা এলোমেলো। দেশে চাকরি নেই। যুব সমাজ মাদকাসক্ত, ফেনসিডিল খাচ্ছে। ২৮ লাখ লোক বেকার।’
তিনি আরো বলেন, এখন জাতীয় পার্টি মানে ‘থ্রি জে’। জে তে জাতীয় পার্টি, জব ও জাস্টিস।’
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জিএম কাদের, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিরোধীদলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, এমএ হান্নান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান