চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চাঁদার দাবিতে’ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের ‘অবরোধের’ মুখে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর কার্যক্রম।
অবশ্য চাঁদা দাবির অভিযাগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রলীগ।
সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক জানান, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকু-ের শীতলপুর এলাকায় ডিপোর প্রধান ফটকে অবরোধের ঘটনা ঘটে।
বিএম কন্টেইনার ডিপোর নির্বাহী পরিচালক জিয়াউল হায়দার অভিযোগ করেন, চাঁদার দাবিতে সকাল ৭টা থেকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৫০ জন ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় কোনো যানবহান ও শ্রমিকরা প্রবেশ করতে না পারায় সব কাজ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, “এর আগেও তারা কয়েকবার চাঁদা দাবি করেছে। চাঁদা না পেয়ে তারা আজ ফটক অবরোধ করে।”
ডিপোর কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক সোহেল রানাসহ কয়েকজনের নেতৃত্বে প্রধান ফটক অবরোধ করে রাখা হয়েছিল।
অবরোধ করার কথা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ নাকচ করে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন বলেন, “চাঁদার দাবিতে নয়, ডেপোতে কন্টেইনার ওঠানামা করানোর ঠিকাদারি কাজ পাওয়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছিলাম। ”
তিনি বলেন, “ডিপোতে কন্টেইনার ওঠানামা করানোর ঠিকাদারি আমাদের দেওয়ার কথা। সেটা না দেয়ায় আমরা সকালে ডিপোর কাজ বন্ধ করে দিই।”
“পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনা শেষে চলে আসি। কাজ দেওয়ার বিষয়ে শিগগির সমঝোতা বৈঠক হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান