ঢাকা : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। লিখিত পরীক্ষাগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার বিকেলে বিআরডিবির যুগ্ম-পরিচালক স্বপন কুমার গণমাধ্যমকে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা দিতে আসা শতাধিক চাকরি প্রত্যাশী আজ বিপাকে পরেন। পরীক্ষার প্রবেশপত্র থাকলেও কেন্দ্রে গিয়ে দেখেন সিটপ্ল্যানে অনেকেরই নাম ও রোল নম্বর নেই। পরে চাকরি প্রত্যাশীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন। বিক্ষোভকালে চাকরি প্রত্যাশীরা পরীক্ষা বাতিলের দাবি জানান।
অভি নামের একজন শিক্ষার্থী শীর্ষ নিউজের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তিনি পরীক্ষায় অংশ নিতে এসে দেখেন কেন্দ্রে তার নাম ও রোল নম্বর নেই। ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তিনি জানান, ওই কেন্দ্রে তার মতো অনেকেই পরীক্ষায় অংশ নিতে এসে ফিরে গেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান