যশোর: জেলায় বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে আটক নাসির (৩৮) নামে এক ব্যক্তি হাতকড়াসহ পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে পুলিশ হুমকি-ধমকি দিলে ওই ব্যক্তি ফের ধরা দেয়।
তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দাবি করছেন, পালিয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যে নাসিরকে আটক করা সম্ভব হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার কিছু সময় পর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে নাসিরকে (৩৮) কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বাড়ি থেকে আটক করেন। থানায় আনার পথে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে চায়। পুলিশ এ সময় নাসিরকে রেলজংশনের কাছে বৈকালি হোটেলের ওয়াশরুমে ঢোকায়। কিন্তু সেখান থেকে হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যায় সে।
বিপদ আঁচ করতে পেরে এসআই জামাল রেলগেটে নাসিরের বাড়িতে ফিরে যান। তিনি ছেলেকে খুঁজে পুলিশের হাতে তুলে দিতে নাসিরের বাবা-মাকে ব্যাপকভাবে হুমকি-ধমকি দেন। উপায়ন্তর না পেয়ে পরিবারটির সদস্যরা নাসিরের সন্ধানে বের হন। দেড় থেকে দুই ঘণ্টা পর তারা নাসিরকে খুঁজে এনে আবার পুলিশের হাতে তুলে দেন।
তবে এসআই জামাল দাবি করেন, নাসির পালিয়েছিল ঠিকই; কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাকে আবার ধরে ফেলা হয়।
তিনি আরো দাবি করেন, নাসিরকে দুই পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়েছে। তবে তার নামে আর কোনো মামলা আছে কি না তা জানাতে পারেনি এসআই জামাল।
জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী আটক ব্যক্তির হাতকড়াসহ পালানো এবং নতুন করে আটক হওয়া সম্বন্ধে কিছুই জানেন না বলে জানান।
থানার রেজিস্টারে রাতে নাসির নামে একজনকে আটকের কথা লিপিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান