ফরিদপুর: নিউটন চৌধুরী (৩১) নামে ফরিদপুর জজ কোর্টের এক আইনজীবীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত আইনজীবীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার পেশাগত কাজ শেষে কোর্ট থেকে ঝিলটুলীর নিজ বাড়িতে ফিরছিলেন নিউটন। ঝিলটুলীর অনাথের মোড় এলাকায় তিনজন যুবক এসে তাকে কুপিয়ে আহত করে।
আহত আইনজীবীর সহকর্মী অ্যাডভোকেট অলোকেশ রায় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, অনাথের মোড় এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে নিউটনকে বহনকারী রিকশাকে থামায়। এরপর একজন যুবক তাকে ক্ষুর জাতীয় একটি অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান