ডেস্ক: দক্ষিণ সুদানে একটি তেল-ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭০ জন নিহত হয়েছে। ট্যাংকারটি থেকে লোকজন যখন তেল সংগ্রহ করছিল এ সময় হঠাৎ ট্যাংকারটি রাস্তা থেকে সরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
বৃহস্পতিবার দেশটির সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার এ দুর্ঘটনা ঘটে। ওই মুখপাত্র নিহতের সংখ্যা ৮৫ বলে উল্লেখ করলেও সেখানকার অন্য কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা ১৭০ জন।
ট্যাংকারটি দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইকোয়াটোরিয়া অঞ্চলের দিকে যাচ্ছিল।