ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা শহরের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন এবং প্রায় এক হাজার হজযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে।
হোটেলটিতে এশিয় হজযাত্রীরা অবস্থান করছিলেন।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজকে খুব ভোরের দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও আহতদের জাতীয়তা সম্পর্কে কিছুই জানায়নি সংস্থাটি।
গত ১১ সেপ্টেম্বর মক্কায় পবিত্র মসজিদুল হারামে প্রচণ্ড তুফানে একটি ক্রেন পড়ে যাওয়ার ঘটনায় ১০০ জনেরও বেশি হজযাত্রী নিহত ও কয়েক শত হজ যাত্রী আহত হয়। বিনলাদেন নির্মাণ কোম্পানি ওই ঘটনার জন্য অংশত দায়ী ছিল বলে অভিযোগ উঠেছে।
সূত্র: প্রেস টিভি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান