বাংলার খবর২৪.কম: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩টি পার্বত্য জেলায় সড়ক বিভাগ কর্তৃক পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, পার্বত্য জেলাগুলোর উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে পার্বত্য জেলাগুলোর উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে।
মন্ত্রী বলেন, পার্বত্য জেলাগুলোর উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে ৬টি প্রকল্প গৃহীত হয়েছে। প্রস্তাবিত বাকি প্রকল্পগুলো পর্যায়ক্রমে গৃহীত হবে। অগ্রাধিকারভিত্তিতে গৃহীত প্রকল্পগুলো হলো: রুমা-বগালেক-কেওক্রাডাং সড়ক উন্নয়ন; মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্মাণ; খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিদ্যমান জরাজীর্ণ সেতুগুলোর স্থলে ৩৪টি পিসি গার্ডার সেতু, ৯টি আরসিসি সেতু এবং ১৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প; কেরানিরহাট-বান্দরবান জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ; বান্দরবান-চিম্বুক জেলা সড়ক উন্নয়ন এবং বারৈয়ারহাট-করেরহাট-হিয়াকো-রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক নির্মাণ।
এছাড়া রাঙ্গামাটির নানিয়ারচর ও তবলছড়িতে ২টি এবং বান্দরবানের স্বর্ণমন্দিরে ১টি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য জেলাগুলোর সড়ক যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সওজ’র প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবাল, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের প্রশাসকসহ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান