ঢাকা : বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
শিক্ষা সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি ইংরেজি মাধ্যমের দুই অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্ল্যাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারির পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি শশাঙ্ক শেখর সরকার।