ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্য বাগদাদের শিয়া অধ্যুষিত অঞ্চলে অন্তত তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বাব আল-শার্গি জেলায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দুটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে দেশটির বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট।
তৃতীয় বিস্ফোরণটি ঘটে পার্শ্ববর্তী বাব আল-মুয়াধাম জেলায়। এতে চার জন্য নিহত হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, উভয় হামলায় ৬৮ জন লোক আহত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান