ঢাকা: রাজধানীর কলাবাগান হাতিরপুলের ৩৭২/১ নম্বর বাসায় শাকিল আহমেদ (২৫) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শাকিল আইইউবিএটি’র বিবিএ ছাত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সে যশোর জেলার চৌগাছা উপজেলার পোড়াহুদা গ্রামের শুকুর আলীর ছেলে। নিহত শাকিল শ্বশুর আক্তারুজ্জামানের বাসায় থাকতো।
নিহত শাকিলের শ্বশুর আক্তারুজ্জামান জানান, দুই বছর আগে তার মেয়ে ফারজানা মিশুর সঙ্গে বিয়ে হয় শাকিলের। বিকেলে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর সে দরজা বন্ধ করে থাকে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায় সে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ছেলের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত তার শ্বশুরকে ক্যাম্পে রাখা হয়েছে।