কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর হাসপাতালে কেবিন ভাড়া ও রোগী না দেখাকে কেন্দ্র করে চিকিৎসকের সাথে রোগীর স্বজনের হাতাহাতির ঘটনায় ২ চিকিৎসকসহ রোগীর স্বজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসকের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে কুড়িগ্রাম থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ।
আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌর সভার খলিলগঞ্জ এলাকার নবীর উদ্দিন হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় তার স্ত্রী মোর্শেদা জরুরি বিভাগে ডাক্তারকে রোগী দেখিয়ে ৩ নম্বর ডাক্তারের নির্দেশ ছাড়া কেবিন ভাড়া নেন। এরপর কেবিনে এসে মেডিসিন বিশেষজ্ঞ ড. হেলাল মিয়াকে অনুরোধ জানান রোগী দেখার জন্য। ড. হেলালের অনুমতি না নিয়ে কেবিন বরাদ্দ দেওয়ায় ঐ কেবিনে রোগী দেখতে তিনি অসম্মতি জানান। পরে রোগীর জামাতা আব্দুল আলীম খবর পেয়ে হাসপাতালে এসে ড. হেলালকে ফের অনুরোধ করে কেবিনে নিয়ে এসে রোগী দেখান। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ড. হেলাল এবং রোগীর জামাতার মধ্যে কথা কাটাকাটি হলে হাসপাতালের কর্তব্যরত কর্মচারী ও চিকিৎসক আব্দুল আলীমকে নিয়ে সমঝোতার জন্য আবাসিক চিকিৎসক ড. নজরুল ইসলামের রুমে নিয়ে যান। সেখানেও তার উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে এবং কিছুদিন আগে করা অপারেশন রোগী ড. নজরুল রোগীর অপারেশনের জায়গায় আঘাত করায় অসুস্থ্য হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশে খবর দিলে পুলিশ রোগীর জামাতা আব্দুল আলীমকে থানায় নিয়ে যান। এ ঘটনায় দুপুর ৩ টা পর্যন্ত হাসপাতালের চিকিৎসা সেবা বিঘিœত হয়। রোগীর স্ত্রী মোরশেদা জানান, আমার স্বামী গুরুতর অসুস্থ হলে হাসপাতালের কেবিনে ভর্তি করে ড. হেলালকে দেখার জন্য অনুরোধ করলে তিনি রোগী না দেখে আমার জামাতার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এসময় আমার জামাতার সাথে ডাক্তারের কথাকাটাকাটির এক পর্যায়ে ডাক্তার উত্তেজিত হয়ে হাসপাতালের কর্মচারীদের তাকে ধরে পেটাতে নির্দেশ দেন। সাথে সাথে ৫ থেকে ৭ জন লোক এসে আমার জামাতাকে জোড় করে ধরে নিয়ে মারধর করে গুরুতর আহত করেন। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. ম. নজরুল ইসলাম জানান, হাসপাতালের নিয়ম না মেনে রোগীর স্বজন হাসপাতালের চিকিৎসকের সাথে অসৌজন্য মূলক আচরন করেছে। বিষয়টি সমাধা করার জন্য আমার রুমে নিয়ে আসা হয়। সেখানেও সে ডাক্তারের উপর চড়াও হয়। পরে পুলিশকে বিষয়টি জানালে রোগীর স্বজন আব্দুল আলীমকে এসে পুলিশ নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ইসতেশাম জানান, হাসপাতালের ঘটনায় অভিযুক্ত আব্দুল আলীম এর বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসকের গায়ে হাত তোলা ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলা দায়ের করা হয়।