গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মনিকা খাতুন (১৭) নামে এক মেধাবী স্কুলছাত্রীকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। মনিকা গোবিন্দগঞ্জ উপজেলার তালুককাণুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোতাকাব্বেরের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার তালতোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মনিকা খাতুন। লেখাপড়ার এক পর্যায়ে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (১৮) নামের এক সহপাঠির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোতাকাব্বের বুধবার রাতে মনিকা, মিলিসহ ৩ মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রুবেল ৪-৫ জন সহযোগিকে নিয়ে গভীর রাতে ওই বাড়িতে গিয়ে মনিকাকে ডাক দেন। ঘরের দরজা খুলে দেয়া মাত্রই রুবেল ও তার বন্ধুরা ঘরে ঢুকে মনিকাসহ ৩ বোনকে চেতনানাশক ব্যবহার করে অচেতন করে। পরে তারা মনিকাকে বাড়ির অদুরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ধর্ষণ শেষে মনিকার মুখে বিষ ঢেলে দিয়ে রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এদিকে বাড়িতে মিলিসহ অপর দুই বোনের চেতনা ফিরে আসলে তারা মনিকার জন্য চিৎকার-কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মনিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনে তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল (ধর্ষণের স্থান) থেকে গুরুতর আহতাবস্থায় মনিকাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মনিকার শারীরিক অবস্থার আরও অবনতি দেখা দিলে তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মনিকা মারা যায়।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মনিকার বাবা মোতাকাব্বের বাদী হয়ে রুবেলসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, আসামি গ্রেফতারে অভিযান চলছে।