ঢাকা : ৩৩টি আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করায় বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্তানুযায়ী লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই নবায়নের আবেদনের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও নবায়নের জন্য আবেদন না করা এবং বকেয়া পরিশোধ না করায় ৩৩টি প্রতিষ্ঠানের আইএসপি অবৈধ ও অকার্যকর। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে বিটিআরসি।
প্রতিষ্ঠানগুলোকে আগামী এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান