ডেমরা: ডেমরায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে রাস্ট্রায়ত্ব পাটকল শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে সিবিএ, নন সিবিএ ও ডেমরা আঞ্চলিক পরিষদের উদ্যোগে ডেমরার করিম জুট মিলের সামনে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় শ্রমিকেরা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে আকুল আবেদন জানান।
সরেজমিনে করিম জুট মিল্স লেবার ইউনিয়ন ১৪৭০’র সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। আগামিকাল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে শ্রমিকেরা রাজপথে নেমে কঠোর আন্দোলন করবে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান