ফেনী প্রতিনিধি, : ফেনীর সোনাগাজীতে ১৩ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করেছে যুবলীগের দুই কর্মী আকবর ও রাসেল । আজ মঙ্গলবার বিকালে ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষকদের নামে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর নবী লিটন ও মামলার বিবরণে জানা গেছে, সোনাগাজী উপজেলার কোর্ট এলাকার আবুল কাশেমের ছেলে আকবর ও নুর নবীর ছেলে রাসেল ওরফে কালা রাসেল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানা ভাবে যৌন হয়রানী করে আসছে। বিষয়টি কিশোরীটির পরিবারের পক্ষ থেকে একাধিকবার আকবরের মামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম খোকনকে অবহিত করা হয়।
তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় বখাটেরা যৌন হয়রানীর মাত্রা বাড়িয়ে দেয়। সোমবার রাতে ওই কিশোরীর মা গৃহপরিচারিকা কাজের উদ্দেশ্যে বাসার বাইরে গেলে বিদ্যুৎ না থাকার বখাটে আকবর ও রাসেল ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষণকরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর নবী লিটন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষিত কিশোরীর বাড়ি নোয়াখালীর লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার ধর্ষিত প্রতিবন্ধীর শারীরিক পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়াও বখাটে আকবরের বিরুদ্ধে পৌরশহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি সহ ইভটিজিং এর অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সোনাগাজী উপজেলার এক প্রভাবশালী আ’লীগ নেতার ভাগিনা হওয়ায় স্থানীয় লোকজন আকবরের কোন অপরাধ মূলক কর্মকান্ডে হস্তক্ষেপ করতে পারছে না।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, হাসপাতালে একটি কিশোরীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। রির্পোট পেলে পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
ফেনীর সিভিল সার্জন ডা ইসমাইল হোসেন সিরাজী জানান, ধর্ষনের ঘটনা ফেনীতে বেড়ে চলেছে । প্রতিবন্ধি কিশোরীসহ ফেনী গত একমাসে ৯ জন নারী ধর্ষনের শিকার হয়েছে। দৃষ্টান্ত মূলক বিচার না হলে তা আরো বাড়তে থাকবে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশিদ জানান, এ ঘটনায় কিশোরীর মা বিবি রহিমা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নিয়াতন আইনে ধর্ষনের মামলা দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান