ঝালকাঠি প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিজিটাল বাংলার একমাত্র উদভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এখন বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বের যেকোন দেশের সাথে প্রতিযোগিতামূলক লেখাপড়ার সুগোগ পাচ্ছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি ও পিপি অ্যাডভোকেট আ. মান্নান রসুল, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী খান। শিল্পমন্ত্রী আরো বলেন, যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ষড়যন্ত্র করেছিলেন, তারাও আজ এর সুফল ভোগ করছেন। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ইন্টারনেটসেবা পৌঁছে দিয়েছে। ইন্টারনেটের দাম কমিয়েছে। যার ফলে ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠান শেষে মহিলা বিষক অধিদপ্তরের ৩৬ জনের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন শিল্পমন্ত্রী আমু।
ক্যাপশন: ঝালকাঠি সদর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ক্যাপশন সংবাদ: (২) ঝালকাঠি জেলা বিশিষ্ট ব্যাবসায়ী মু. মুনিরুল ইসলাম তালুকদার টানা সাত বার জেলা শ্রেষ্ঠ কর দাতা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ এবছর জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হাত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন তিনি।