ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী, অভিভাবক ও এলাকাবাসী। ওই প্রধান শিক্ষক তার ইচ্ছেমত অনেক ছাত্র-ছাত্র কে উপবৃত্তির টাকা না দিয়ে নিজের পকেটে ঢুকিয়েছেন। এমনকি অনেক ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকার প্রদানের দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অন্য ছাত্র-ছাত্রীদের দিয়ে স্বাক্ষর করিয়ে সেই টাকা নিজেই আত্মসাধ করেছেন। জানাগেছে, গত রবিবার (১৩ সেপ্টেম্ব) ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হয়। এসময় এসএসসি পরীক্ষায় পাশ করেছে মাসুম, রবিউল, সাবিনা, লাকি, দশম শ্রেণীর জাহান আলী, আকাশ সাহা, ঝুমুর রানী শিল এবং সপ্তম শ্রেনীর সুমি আক্তারসহ আরো অনেক ছাত্রছাত্রীদের স্বাক্ষর অন্যদের দিয়ে করিয়ে তাদের টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক নিজেই। দশম শ্রেনীর ছাত্রী ঝুমুর রানী শীলের উপবৃত্তির ১২০০ অন্য এক ছাত্রীকে দিয়ে উত্তোলন করিয়ে প্রধান শিক্ষক তার পকেটে ভরেন। আর ওই ছাত্রী তার নামের টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক ধমক দিয়ে বলেন, তুই কোন টাকা পাবি না।’ নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ছাত্র-ছাত্রী অভিযোগ করে বলেন, অন্যের নামের টাকা আমাদের দিয়ে স্বাক্ষর করিয়ে উত্তোলন করিয়ে বেশির ভাগ টাকা প্রধান শিক্ষক নিজেই নিয়েছেন আর আমাদের হাতে দুই’শ থেকে তিন’শ টাকা ধরিয়ে দিয়েছেন। ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আকাশ সাহা দুই বছর পূর্বে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্ত্তি হয়েছে এর পরেও তার নামের টাকা প্রধান শিক্ষক মহিউদ্দিন অন্য ছাত্রদের দিয়ে উত্তোলন করিয়ে নিজেই তার পকেট ভারি করছেন।
সপ্তম শ্রেনীর ছাত্রী সুমি আক্তারের মা রানী বেগম বলেন, আমার মেয়ের নামের ৭৫০ টাকা অন্য মেয়েদের দিয়ে উত্তোলন করে নিয়েছে প্রধান শিক্ষক। কিন্তু ঝামেলা হবার ভয়ে আমি ওই প্রধান শিক্ষককে কিছুই বলিনি। এছাড়াও বিদুৎ বিল প্রদানের নামে ওই বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসে ১০ টাকা করে চাঁদা নিচ্ছেন ওই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, ‘ উপবৃত্তির টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। আমাদের বিদ্যালয়ের অনেক শত্রু আছে। তাই তারা আমার বিরুদ্ধে একেক সময় একেক ধরণের মিথ্যা অভিযোগ করছেন।’ এব্যাপারে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন বলেন,‘ এক শিক্ষার্থীর টাকা অন্যকে দিয়ে উত্তোলন করা সম্পূর্ন আইন বহিরভূত কাজ। এঘটনা যদি সত্য হয় তা হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান