ডেস্ক: বিএনপির যুক্তরাষ্ট্র শাখা জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়া এক স্মারকলিপিতে শেখ হাসিনাকে আসন্ন সাধারণ অধিবেশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
সোমবার স্মারকলিপি দেওয়ার আগে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, “জাতিসংঘে একটি প্রহসনমূলক নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাঁই হতে পারে না। আমরা মহাসচিবের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শেখ হাসিনার অপশাসনে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ। মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ নেই। সরকারের অত্যাচার-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে।”
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা আছে। এই সফরকালে বিএনপি ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির সমর্থনেই জাতিসংঘের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
এই সমাবেশে আরও বক্তৃতা দেন বিএনপি নেতা কাজী আজম, রফিকুল মাওলা, আবু তাহের, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন, ফারুক, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী, বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি রফিকুল মাওলা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান