ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিতর্কিত সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর নামে ট্রাস্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদের মুখে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আনোয়ারুল্লাহ চৌধুরীর নামে ট্রাস্ট বাতিলের দাবিতে আগামী বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ। সমাবেশ শেষে তাদের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি প্রদান করার কথা ছিল।
এ ব্যাপারে শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র তোয়াহা ফারুক বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী বিতর্কিত আনোয়ারুল্লাহর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট গঠন মানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে হেয় প্রতিপন্ন করা। আমরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নামে ট্রাস্ট বাতিল করে সম্মানিত কোনো শিক্ষকের নামে ট্রাস্টটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।’
ঢাবির ইতিহাসে ২৩ জুলাই একটি কালো অধ্যায়। ২০০২ সালের ২৩ জুলাই মধ্যরাতে শামসুন্নাহার হলে পুলিশ ঢুকে ছাত্রীদের ওপর নির্যাতন চালায় ও আটক করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। ‘নির্যাতন বিরোধী ছাত্র ছাত্রী বৃন্দ’ ব্যানারে কয়েক দিনের আন্দোলনে দফায় দফায় পুলিশ ও ছাত্রদলের হামলায় আহত হন ছাত্র-শিক্ষক-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক। ছাত্র বিক্ষোভের মুখে অপসারণ করা হয় তৎকালীন উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীকে।