রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাবনার ঈশ্বরদী এলাকার রেফাত খন্দকার রোজ (১৮), তানোরের বানিয়াল এলাকার নাহিদ (২০), নাটোরের লালপুর এলাকার শাওন (১৭), জাহিদ (১৯) ও অপর একজনের নাম পাওয়া যায়নি। আহতরা সবাই সভাপতি রিগেন গ্রুপের। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই দ্বন্দ্বের জের ধরেই বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় রাশেদ গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রিগেনের সমর্থকদের উপরে হামলা চালায়। এতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সংঘর্ষের সংবাদ শোনার পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান