ঢাকা ঃ দেশের সবচেয়ে বেশি প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের একটি আদালত। ২০১২ সালের ১৮ মে প্রকাশিত ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শীর্ষক প্রতিবেদনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. জাকারিয়া আজ সম্পাদক নঈম নিজাম ও তদানীন্তন প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সারা দেশের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সভাপতি এম আই ফারুক সরদার ও সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ সুজন ।
এক বক্তব্য ডেমরা থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ সুজন বলেন, দেশের একজন বিশিষ্ট সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।
একজন স্বনামধন্য সাংবাদিক ও প্রতিষ্ঠিত দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পেশাদারিত্বের জন্য এক ধরনের হুমকিস্বরূপ।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান