রূপগঞ্জ সংবাদদাতা : রূপগঞ্জের ৩২ হজ যাত্রীর সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এসব হজ যাত্রীর প্রায় ৯০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে মোয়াল্লেম। হজ প্রসেসিং ট্রাভেলস এজেন্সিতে ঝুলছে তালা। ট্রাভেল এজেন্সীর পলায়নের খবর শুনে শোকে এক হজ্ব যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অনেক পরিবারে চলছে চাপা কান্না। পাশাপাশি ক্ষোভে ফুসছে হজ যাত্রী আর তাদের পরিবারগুলো।
হজ যাত্রীরা জানান, কাঞ্চন কালাদী এলাকার মৃত সমিরউদ্দিনের ছেলে ফজলুল হক মনি ও তার সহযোগী খলিল মিয়া হজ করানোর জন্য উপজেলার বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে টাকা ও পাসপোর্ট নেন। এরমধ্যে কাঞ্চন এলাকার আওলাদ হোসেন ও তার স্ত্রী জাহানারা বেগম, কালাদী এলাকার নুরুল ইসলাম ও তার স্ত্রী , আরজু মিয়া ও তার স্ত্রী, নুরু মিয়ার স্ত্রী , কুলিয়াদি এলাকার ফিরোজ মিয়া ও তার স্ত্রী, চরপাড়া এলাকার সালাউদ্দিন এবং তার মা, কেন্দুয়াপাড়া এলাকার জলিল ও তার স্ত্রী খোরশেদা, আলাউদ্দিন ও তার স্ত্রী মোসলেমা, কেরাব এলাকার আজাহার দেওয়ান ও তার স্ত্রী, ডাঙ্গা এলাকার কামরুল ইসলাম ও তার স্ত্রী গোলসান আরা বেগম, জামিল উদ্দিন ও তার মা, মমিন উদ্দিন ও তার স্ত্রী, বিরাব এলাকার আলিমুদ্দিনসহ ৩২ জনের কাছ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নেন এই দুই দালাল। পরে গত ১৭ আগষ্ট তাদের হজ্বে গমনের তারিখ দেন তারা। ধার্য্যকৃত দিনে হজ্বে নিতে না পারায় যাত্রীরা তাদের কাছে কৈফিয়ত চাইলে দালালরা রাজধানীর মতিঝিল এলাকার কেরাবিয়াল ট্রাভেলস ও সুপার এয়ার সার্ভিসের মালিক আজাদ মিয়ার কাছে কয়েকজনকে নিয়ে যান। সেসময় আজাদ জানায় মদীনায় বাসা ভাড়া না পাওয়ায় তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি চলতি মাসের ৯ তারিখ তাদেরকে হজ্ব পালন করানোর জন্য সৌদি আরবে নিয়ে যাওয়ায় তারিখ দেন। দিনটিকে সামনে রেখে সকলেই লাগেজপত্র গুছিয়ে রাখেন। বিদায় নেন আত্মীয়স্বজনদের কাছ থেকে। অনেকে কাঙ্গালী ভোজ আর মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
কিন্ত গত ৮ই সেপ্টেম্বর রাত থেকেই উপরোক্ত দুই দালালসহ এজেন্সি মালিক আজাদের ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ পান তারা। এতে সকলের মাঝে হতাশা নেমে আসে। ৯ তারিখ সকালে হজ্ব যাত্রীরা ছুটে যান মতিঝিল এলাকার হজ্ব এজেন্সি সুপার এয়ার সার্ভিস ও কেরাবিয়াল ট্রাভেলসে। কিন্ত দুটি প্রতিষ্ঠানই তালাবদ্ধ করে লোকজন আগেই পালিয়ে যায়। পাসপোর্ট আর টাকা পয়সা হারিয়ে পরিবারগুলোতে চলছে চরম হতাশা আর ক্ষোভ।
ডাঙ্গা এলাকার হজ্বযাত্রী কামরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, জানা মতে কখনো পাপ আর অন্যায় করিনি। মিথ্যা বলা, মানূষ ঠকানো আর হারাম রিজিক খাওয়ায় চিন্তা মাথায় আসেনি। আল্লাহঘরে যাওয়ায় নিয়ত করে জমি বিক্রি করে টাকা দিছি। সেটা নিয়ে এতোবড় প্রতারণা কেন করলো বুঝতেই পারছিনা।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, হজ্বে যাওয়ায় জন্য সরকার অনুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে। এসব জায়গায় টাকা দিলে দায়দায়িত্ব সরকার বহন করে। এছাড়া চলতি বছর সরকার দালালদের মাধ্যেমে টাকা পয়সা লেনদেন না করার জন্যও ব্যাপক প্রচারনা চালিয়েছে সরকার। তারপরও দালালের মাধ্যেমে টাকা পয়সা দেওয়াটা বোকামী হয়েছে। তবে দালালরা যেহেতু টাকা আর পাসপোর্ট নিয়ে পালিয়ে গেছে, এ ব্যাপারে আইনগত ভাবে এগুনোর যথেষ্ট সুযোগ রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা আইনানুসারে ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন বলেন, বোঝাই যাচ্ছে এটা বড় ধরণের প্রতারণা। হজ্ব নিয়ে প্রতারণার ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের হজ্বে যাওয়ার সুযোগ চলতি বছরে আর নেই। তাদের অভিযোগ পেলে আইনগত ভাবে দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান