সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় হরিপুর বাজারে হেমু হাউদপাড়া ও বালিপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সন্ধ্যায় হরিপুর বাজারে একটি দোকানে জুতা কেনা নিয়ে হেমু হাউদপাড়া ও বালিপাড়ার দুই যুবকের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী।
পুলিশ কাঁদুনে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে রাত ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা সুজ্ঞান চাকমা।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।