ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের দক্ষিণ কালিকাপুর গ্রামে পুলিশ সদস্য ওবাইদুল ইসলাম (৪৫) কে খাবারের মধ্যে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার লাশের ময়না তদন্ত পাওয়ার পর পুলিশ বিষয়টি সম্পর্কে নিশ্চত হয়।
এদিকে নিহত পুলিশ সদস্যের স্ত্রী শিখা খাতুন ও ছেলে খালিদ মাহমুদ লিংকনও পুলিশের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান সোমবার রাতে শীর্ষ নিউজকে জানান, আসামিরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে এই হত্যাকা- ঘটিয়েছে বলে প্রমান পাওয়া গেছে।
তিনি আরো বলেন, নিহত পুলিশ সদস্যের বড় ভাই সদরুল ইসলাম রোববার রাতে ভাইয়ের স্ত্রী শিখা খাতুন, ছেলে খালিদ মাহমুদ লিংকন ও শিখার কথিত প্রেমিক তুহিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে স্বামী হত্যা মামলার আসামি স্ত্রী শিখা ও তার ছেলে লিংকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি তুহিন গাঁ ঢাকা দিয়ে আছে।
উল্লেখ্য রোববার সকালে কালিকাপুরের নিজ বাড়ির প্রাচীরের পাশ থেকে পুলিশ সদস্য ওবাইদুলের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান