ঢাকা: রাজধানীর ওয়াপদা রোডের একটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে জুয়েলার্সের মালিক অভিযোগ করেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন স্বর্ণের অলঙ্কার মেরামতের দোকানে এ ঘটনাটি ঘটেছে।
তিনি আরো জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামপুরা ওয়াপদা রোডস্থ মহানগর আবাসিক এলাকায় নিউ ফাহিমা জুয়েলার্স নামক একটি দোকানে কয়েকজন যুবক হামলা চালায়।
এ সময় ওই জুয়েলার্সের মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোকানে মালিক অভিযোগ করে বলেন, বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার লুট হয়েছে তার দোকান থেকে। তবে লুটকরা স্বর্ণালঙ্কারের পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহপুলিশ উপস্থিত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান