ঢাকা: আমাদের দক্ষতার অভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশিরা ৪০০ কোটি ডলার (প্রায় ৩০ হাজার কোটি টাকা) নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার বিকেলে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এটি প্রতিবছরই বাড়ছে। আমরা যে উন্নয়ন লক্ষমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জন করতে হলে আমাদের দক্ষ জনবল বাড়াতে হবে। কারণ দক্ষতার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান