ঢাকা: সিদ্ধিরগঞ্জ থানার এস আই (উপ-পরিদর্শক) আমির হামজা ১৬ রাউন্ড গুলিসহ তালা সরকারি পিস্তল খুইছেন। সোমবার দিনভর ঘটনাটি আড়াল করার চেষ্টা করলেও সন্ধ্যার পর তা প্রকাশ পেয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত আলীর মোবাইলে ফোন করা হলে থানার সেকেন্ড অফিসার পরিচয়দানকারী এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করে বলেন, ওসি স্যার মিটিংয়ে আছেন। এপর অস্ত্র খোয়া যাওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মামলার স্বাক্ষী দিতে গিয়েছিলাম। তাই বিষয়টি আমার জানা নেই।
তবে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরির্দশক মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৬ রাউন্ড গুলিসহ খোয়া যাওয়া অস্ত্রটি রাত ৯টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ পুলিশের একটি সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার মোক্তার ভেন্ডারের বাড়িতে ভাড়া থাকেন এস আই আমির হামজা। সোমবার সকাল ৮টায় তিনি বাসা থেকে বের হয়ে থানা কার্যালয়ে যান। কিন্তু তখন তিনি সঙ্গে অস্ত্র নিয়ে আসেননি। পরে দুপুর ২টার দিকে বাসায় এসে দেখেন দরজার তালা ভাঙা। আর ঘরে রাখা নাইন এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি নেই।
এ ঘটনায় পুলিশ বাড়ির মালিকের দুই ছেলে রাসেল ও বাবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান