ঢাকা: মালয়েশিয়ার শ্রম বাজারের সব খাত বাংলাদেশিদের জন্য খুলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সোমবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, “মালয়েশিয়া জিটুজি প্লাস (বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মাধ্যমে) পদ্ধতিতে শ্রমিক নিতে আগ্রহী। মূলত এটা নিয়েই আলোচনা চলছে। জিটুজির সাথে এ পদ্ধতির পার্থক্য হচ্ছে বাংলাদেশ চাইলে বায়রাকেও প্রক্রিয়ায় সংযুক্ত করতে পারবে।”
“আর এতদিন শুধু একটি সেক্টরে (প্লান্টেশন) শ্রমিক নেয়া হত। এখন সব সেক্টরেই নেয়া হবে।”
শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, নির্মাণসহ সবগুলো খাতই বাংলাদেশিদের জন্য খুলে দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মঙ্গলবার এ বিষয়ে মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান