সিলেট : সিলেট নগরীর আম্বরখানায় প্রকাশ্যে রাস্তায় ফেলে নারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তানভীর আহমদ তপুকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন। সিলেট মহানগর হাকিম ১ম আদালতে বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কমর উদ্দিন জানান, মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তপু ও তার ভাই অপু আদালতে আত্মসমর্পণ করেন। আদালত অপুর জামিন মঞ্জুর করেন এবং তপুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রাস্তায় ফেলে নাজমা নামের এক নারীকে মারধর করেন স্থানীয় টেইলার্স ব্যবসায়ী তপু। মারধরের সংবাদ বিভিন্ন অনলাইনে ছাপা হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ঘটনায় তোলপাড় বৃষ্টি হয়।
মারধরের সময় পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেও পরে তাকে ছেড়ে দেয়।
পরদিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে মারধরের কথা অস্বীকার করেন তপু। বিজ্ঞপ্তি লাঞ্ছনার শিকার নাজমাকে দোষারুপ করে, বিষয়টি আপোষে সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন।
এরপর ১১ সেপ্টেম্বর মারধরের ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে তপু ও তার ছোট ভাই অপুকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান