ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলের প্রদেশ হাসাকাহতে জোড়া বোমা হামলায় ২০জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭০জন আহত হয়েছেন। স্টেট নিউজ এজেন্সি সানা এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সানার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হাসাকাহ প্রদেশের খাশমানে বিস্ফোরণেল ঘটনাটি ঘটে। আত্মঘাতী এই বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন অনেকেই। এর আধঘণ্টা পর দ্বিতীয় বিস্ফোরণটি মাহাটাতে হয়েছে। এ ঘটনায়ও নিহত ও আহত হয়েছেন অনেকেই। পৃথক দুটি বোমা হামলায় প্রাণহানীর পাশাপাশি ব্যাপক সম্পদেরও ক্ষয়-ক্ষতি হয়েছে।
গত ২৫ জুনে ‘সন্ত্রাসী’ সংগঠন আইএস (ইসলামিক স্টেট) হাসাকাহ প্রদেশ দখল নেওয়ার পর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। কিন্তু জুলাইয়ের শেষে সিরিয়ান আর্মি ও কুর্দিশ যোদ্ধারা আইএসকে হটিয়ে প্রদেশটি পুনরায় নিয়ন্ত্রণে নেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান