নওগাঁ : নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান-আল-হাসান ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় সদস্য ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় র্যাবের হাতে আটক হওয়ার অভিযোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেকের নির্দেশে, জেলা কৃষকলীগের সাভাপতি মো: জামেদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাদেবপুর উপজেলার নিচুবাগান এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান-আল-হাসান সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘আনসারুল্লা বাংলা টিমের’ সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে অপহৃত হয়েছে বলে প্রচার করা হয়। এ ঘটনাকে আড়াল করে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেকের সুপারিশ নিয়ে ছেলে জাফরান-আল-হাসানকে উদ্ধারের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে গত আগষ্ট মাসের ১০ তারিখে জমা দেন ও ঢাকার তেজগাঁ থানায় একটি সাধারণ ডায়রি (ডিজি) দায়ের করেন। জিডি নং-৬২৭।
আনোয়ারুল ইসলাম জানান, তার ছেলে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিউটটের কম্পিউটার বিভাগের ৫ সেমিষ্টারের ছাত্র। পড়াশুনার সুবাদে প্রধান মন্ত্রীর কার্যালয়ের কাছে পশ্চিম নাখালপাড়ার একটি মেসে থাকত। গত আগষ্ট মাসের ৯ তারিখে মেস থেকে সাদা পোশাকে কয়েক জন লোক তাকে তুলে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে এক মাস দুই দিনপর গত ১১ সেপ্টেম্বর টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন ব্লগার অভিজিৎ হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।
আনোয়ারুল ইসলাম দাবি করেন, তার ছেলে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সক্রিয় সদস্য বা ব্লগার অভিজিৎ হত্যা মামলায় জড়িত নয়। ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর সঠিক তদন্তের দাবি করেন। তিনি আরো বলেন, জেলা কমিটির কেউ তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না।
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, এ ঘটনায় রোববার রাত ১১টা পর্যন্ত অফিসিয়াল ভাবে কেউ জানায়নি। তবে ভিন্ন মাধ্যমে রাতে জানতে পেরে সংশ্লিষ্ট থানায় তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান