প্রতিবেদক,ঢাকা: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাইকোর্ট তাদের খালাস দেন।
খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রধান আসামি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার এবং বাকিরা বগা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।
মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ ডিসেম্বর বগা গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে একই এলাকার ফরাজি ও মুন্সি বংশের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মো. জলিল মুন্সি এবং তার ভাইয়ের ছেলে মো. দোলোয়ার মুন্সি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরের দিন জলিলের ভাই বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মুন্সি বাদী হয়ে মোতালেব হাওলাদার সহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর নামে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলাটি বরিশাল স্পেশাল জজ আদালতে স্থানান্তর হলে সাক্ষ্য প্রমাণ শেষে ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়।
আসামিরা দীর্ঘ আড়াই বছর সাজাভোগ করার পর ২০০৫ সালের জুন মাসে হাইকোর্ট থেকে তিন মাসের জামিনে বের হয়ে মামলাটির কার্যক্রম স্থাগিত করে রাখেন। এরপর ২০১৪ সালের মে মাসে এই মামলার কার্যক্রম পুনরায় শুরু হলে শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তারা খালাস পান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান