ডেস্ক: পাকিস্তানের ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২.১৯ রুপি কমানো হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির শিল্প ও বণিক সমিতিগুলোর প্রধান এবং রফতানিকারদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী মাসগুলো থেকে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হবে বলে ঘোষণা করেন নওয়াজ শরীফ। এ ছাড়া, জুন ও জুলাইয়ের বিদ্যুতের মূল্য থেকে ২.১৪ রুপি কমানো হবে বলেও জানান তিনি।
বৈঠকে আরো জানান হয়, পাইপ লাইনের মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির তৎপরতা চলছে। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস প্রকল্পের মাধ্যমে এ আমদানি করা হবে। বৈঠকে, সরকার বিদেশি অনুদানের বিরোধী উল্লেখ করে পাকিস্তানে কর সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন নওয়াজ।
এ ছাড়া, বন্দর নগরী করাচি এবং উপজাতি অধ্যুষিত এলাকায় চলমান অভিযান নিয়ে কথা বলেন নওয়াজ। পাকিস্তানের মানুষ এ অভিযানের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে বলে উল্লেখ করে নওয়াজ। তিনি বলেন, করাচিকে চাঁদাবাজ, ঘাতক মুক্ত করতে সব দল সর্বাত্মক সমর্থন দিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান