বান্দরবান: বান্দরবান সাঙ্গু নদীতে নিখোঁজ বিজিবি সদস্য জুয়েল রানার লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরী দল। শনিবার দুপুর ২টায় থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিজিবি সুত্র জানিয়েছে,সাঙ্গু নদীতে বিজিবি সদস্য জুয়েল রানা নিঁেখাজ হওয়ার পর শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম নৌবাহিনীর কর্মকর্তা লে: আলিমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরী দল নদীতে তল্লাশী চালায়। এসময় ডুবুরী দলকে অভিজ্ঞতা সম্পন্ন স্থানীয় জেলেরা উদ্ধার কাজে সহযোগীতা করে। বিভিন্ন কায়দায় দেড় দিন সাঙ্গু নদীতে তল্লাশী চালিয়ে শনিবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় খোয়া যাওয়া অস্ত্র ও গুলির মধ্যে ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে প্রথমে বলিপাড়া বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ানে আনার পর জায়নাযা নামাজ শেষে হেলিকপ্টার যোগে লাশ পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। নিহত বিজিবি সদস্যের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার জেলার থানছি বড় মদক এলাকায় গহীন অরন্যে অভিযান শেষে বিকাল ৩টায় সাঙ্গু নদী পথে ৭৫জন বিজিবি সদস্য কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা যোগে ফেরার পথে বড় পাথর এলাকায় পাথরের সাধে ধাক্ষা লেগে একটি নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় ঐ নৌকায় থাকা ৫জন বিজিবি সদস্যের মধ্যে ৪জন উপরে উঠতে সক্ষম হলেও জুয়েল রানা নামে এক বিজিবি সদস্য পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। ঘটনার সময় ৪টি অস্ত্র এবং দেড় শতাধিক রাউন্ড গুলি খোয়া যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান